Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-04-16T19:00:56Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে মনোনয়ন জমার শেষ মূহুর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাফিজ নজমুল

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গোলাপগঞ্জে ব্যাপক প্রচার-প্রচারণা চালালেও মনোনয়ন ফরম জমা দেওয়ার আগ মূহুর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার সহকারী সেক্রেটারী হাফিজ নজমুল ইসলাম।

সোমবার বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ছিল এই সময়ের ভিতরে তিনি তাঁর মনোনয়ন জমা দেননি।

এ ব্যাপারে হাফিজ নজমুল ইসলাম জানান, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। গোলাপগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে প্রচারণায় অংশ নিয়েছিলাম। প্রচারণার সময় সবার সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি।

তিনি আরও বলেন,দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও দলীয় সিদ্ধান্তের কথা বিবেচনা করে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে যাছাই বাছাই ১৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। 
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ