বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীর কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্ণিকাণ্ডের ঘাটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
সোমবার সকাল সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে।
জানা গেছে, কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লেগেছে। আগুন লাগার পরপর ওই কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এজন্য বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার আব্দুস সামাদ আজকরে সিলেটকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রত্যক্ষদর্শী কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কয়েকজনকর্মী বলেন, ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অংশে ৩৩ কেভি লাইনের নিচে ব্যবহৃত এয়ার ফিল্টার স্তুপ আকারে রাখা ছিল। সকালে বিদ্যুতের ফুলকি এয়ার ফিল্টারে পড়লে আগুনের সূত্রপাত হয়। এয়ার ফিল্টার খুবই দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে দ্রুত ফায়ার সার্ভিস ও ৯৯৯ এ কল দেন কর্মীরা। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে আরও চারটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের এক কর্মী বলেন, এয়ার ফিল্টারগুলো এতটাই দাহ্য যে সূর্যের তাপে গলে গিয়েও আগুনের সুত্রপাত হতে পারে। এতো ঝুঁকিপূর্ণ ফিল্টারগুলো হাইভোল্টেজ লাইনের নিচে স্তুপ আকারে রাখা ছিল। ভাগ্যক্রমে অনেক বড় দুর্ঘটনা থেকে সিলেটবাসী বেঁচে গেছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির জানান, বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটের চারটি ডিভিশনে সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গ্রাহকরাও ভোগান্তিতে পড়েন। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুন লাগার কারণে সঞ্চালন কেন্দ্রে লাইনের ক্ষয়ক্ষতি হয়েছে। তা মেরামতের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।