বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।শনিবার সকাল ১১টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক র্যালী বের করা হয়। এতে অংশগ্রহণ করেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ।
র্যালী শেষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভস্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার আহসান ইকবালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তমজ্জুল আলী তোতা মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ মো: লুটন প্রমুখ।