Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ২০ মার্চ, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-03-20T17:46:41Z
গোলাপগঞ্জ

ভা‌দেশ্বর রাহমা‌নিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য স্মর‌ণে সভা ও ইফতার মাহ‌ফিল

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ উপ‌জেলার ভা‌দেশ্বর জামেয়া রাহমানিয়া আহমদীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাকা‌লিন উপ‌দেষ্টা, মজ‌লি‌সে শুরা সদস্য ও ই‌ন্তেজা‌মিয়া ক‌মি‌টির সা‌বেক সভাপ‌তি মরহুম র‌ফিক উ‌দ্দি‌নের মাগ‌ফেরাত কামনায় কোরআ‌নে খত‌ম, আ‌লোচনা সভা, দোয়া ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সোমবার (১৮ মার্চ) মাদরাসা মিলণায়ত‌নে অনু‌ষ্ঠিত আ‌লোচনায় স্মৃ‌তিচারণ ক‌রেন মাদরাসার প্রতিষ্ঠাতা প‌রিচালক মাওলানা শেখ লোকমান আহমদ।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জওয়াদুর রহমানের সভাপতিত্বে ও ইক্বরা ছাত্র সংসদের জি এস হাফিজ ক্বারী শেখ হুছাইন আহমদ শাব্বিরের পরিচালনায় আলোচনা অংশ নেন ও উপ‌স্থিত ছি‌লেন, বার‌কোট এশায়াতুল উলুম মাদ্রাসার সি‌নিয়র শিক্ষক মাওলানা আতিকুর রহমান নুমানী, জামেয়া রাহমানিয়া ভাদেশ্বরের শিক্ষক মাওলানা আস'আদ আহমদ, মাষ্টার বেলাল আহমদ, ক্বারী ফখরুল ইসলাম, ক্বারী আহসান উদ্দিন গিলমান, হাফিজ ক্বারী শাহিন আহমদ ফামান, হাফিজ আব্দুস শাক্কুর সাজু, এলাকার বিশিষ্ট সমাজ সেবক সিদ্দিক আহমদ চৌধুরী, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও সিলেট আইনজীবি সমিতির সভাপতি হাজী জয়নাল আবেদীন, পরিচালনা কমিটির সেক্রেটারি শেখ আশিরুল ইসলাম আবিদ, সুয়েদ আহমদ, নজরুল ইসলাম, শাহিন আহমদ সাহেব, জয়নাল আবেদীন, কামাল উদ্দিন, ছালেহ আহমদ, আতিকুর রহমান, হাবিবুর রহমান, আব্দুল কাইউম , ছাইফুল ইসলাম, নুরুল ইসলাম, শিরান আহমদ, আব্দুল কাদির প্রমুখ।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ