Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ১৬ মার্চ, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-03-16T10:06:03Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে জুয়া খেলার সরঞ্জামাদি সহ ৫জুয়াড়ি আটক

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে জুয়া খেলার সরঞ্জামাদি সহ ৫জুয়াড়ি আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলো, ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের মৃত নবাব আলীর ছেলে আছকর আলী (৫০), একই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের মৃত জমির আলীর ছেলে আলী হোসেন (৫০), দরগাদাইর গ্রামের মৃত মখলিছ আলীর ছেলে আব্দুর রহমান (৪৫), কলাশহর গ্রামের মৃত আসাব আলীর ছেলে আফতার আলী(৫০), দখারপাড়া গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক(৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে 
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের হাফিজিয়া মাদ্রাসার পেছনে পতিত জমিতে জুয়া খেলা চলছে। এমন খবর পেয়ে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে জুয়া খেলায় ব্যাবহৃত বিভিন্ন কালারের ১০৪ টি কাগজের তাস এবং জুয়া খেলায় ব্যাবহৃত সর্বমোট ৭৯০টাকা সহ তাদের আটক করে থানায় নিয়ে আসেন।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার মিডিয়া অফিসার এস আই পার্থ সারথি দাস। তিনি বলেন, আটমকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ