বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জের চন্দরপুরে শেখ কাসু ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় ট্রাস্টের পক্ষ থেকে এলাকার অসহায় ও গরীবদের মধ্যে এ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
বিশিষ্ট মুরব্বি সমছ উদ্দিনের সভাপতিত্বে ও আবুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান শরফ উদ্দিন, ট্রাস্টের সদস্য শেখ আজিজুর রহমান এনু, আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ডাক্তার আব্দুল মুতলিব, শেখ কাসু ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি রুহেল উদ্দিন।
বক্তব্য রাখেন সমাজসেবী আব্দুস সোবহান, সাবেক ছাত্রনেতা এম জেড আলম, ইউপি সদস্য সালমান কাদের দিপু, স্বাগত বক্তব্য রাখেন খালেদ আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করুন বিশিষ্ট মুরব্বি সহির উদ্দিন।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি মফুর আলী, ছলফু মিয়া, হোসেন আহমদ, শেখ জিল্লু, কবির আহমদ, ফয়ছল আহমদ, ইউপি সদস্য জাহেদুর রহমান মৌলা, জুবের আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শেখ কাসু ওয়েলফেয়ার ট্রাস্টের ভূয়সী প্রশংসা করেন। পবিত্র রমজান মাসে সমাজের অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসায় এ ট্রাষ্টের সকল ট্রাস্টিবৃন্দকে তারা ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় তারা শেখ কাসু ওয়েলফেয়ার ট্রাস্টের সকল ট্রাস্টি ও সহযোগিদের সমৃদ্ধি কামনা করেন।
বক্তব্য শেষে এলাকার প্রায় একশত পরিবারের হাতে রমজানের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।