বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটে দক্ষিণ সুরমা থেকে জুয়া খেলারত অবস্থায় ৫ জুয়াড়িকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম।
শুক্রবার দুপুর ১টার দিকে দক্ষিণ সুরমায় কিন ব্রিজের পশ্চিম পাশের সুইপার কলোনির একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. লালু (২৫), মিন্টু হোসেন (২৮), মো. আসাদ মিয়া (৪৪), সনু মিয়া (৩৫) ও জাকির হোসেন (৪৮)।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সেখানে বোর্ড বসিয়ে জুয়া খেলা হতো। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম অভিযান চালিয়ে এ ৫ জনকে আটক করে। আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।