Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ৩১ মার্চ, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-03-30T19:01:17Z
সিলেট

সিলেটে ২৬৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ২৬৫ বোতল ফেনসিডিলসহ তারুন মিয়া (৫৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর সাড়ে ৪টায় উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরিনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত তারুন মিয়া গোয়াইনঘাট উপজেলার গুজারকান্দি গ্রামের আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল গৌরিনগর গ্রামে অবস্থান নেয়। পরবর্তীতে ভোর সাড়ে ৪টায় ৪ থেকে ৫ জন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে থাকে। এ সময় পুলিশ তারুন মিয়াকে আটক করে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় তাদের ফেলে যাওয়া বাঁশের তৈরি ৩টি ভাড় জব্দ করে পুলিশ।

সিলেট জেলা পুলিশের কোম্পানীগঞ্জ থানার মিডিয়া অফিসার মাসুদ আহমেদ জানান, সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া মাদকের প্রসার রোধ ও মাদক পরিবহন ও ব্যবসার কাজে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। উক্ত ঘটনায় ২ জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ