বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
শুক্রবার (৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রুইঘর গ্রামের মহসিন ফার্ণিচারের দোকানের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর ইউনিয়নের চৌঘরী গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে কামাল আহমদ (৫৬), পূর্বগাঁও গ্রামের ইসকন্দর আলীর ছেলে আসাদ মিয়া (৪৪) ও চৌঘরী গ্রামের আব্দুর মনাফের ছেলে নিজাম উদ্দিন ধলাই (৫৩)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ১০০টি তাস ও জুয়া খেলায় ব্যবহৃত ১ লাখ ২৬ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।