Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ৯ মার্চ, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-03-09T13:27:51Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে নগদ টাকাসহ ৩ জুয়াড়ি গ্রেপ্তার

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

শুক্রবার (৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রুইঘর গ্রামের মহসিন ফার্ণিচারের দোকানের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর ইউনিয়নের চৌঘরী গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে কামাল আহমদ (৫৬), পূর্বগাঁও গ্রামের ইসকন্দর আলীর ছেলে আসাদ মিয়া (৪৪) ও চৌঘরী গ্রামের আব্দুর মনাফের ছেলে নিজাম উদ্দিন ধলাই (৫৩)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ১০০টি তাস ও জুয়া খেলায় ব্যবহৃত ১ লাখ ২৬ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ