Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ৩ মার্চ, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-03-03T14:57:17Z
সিলেট

সিলেটে দুই মোটরসাইকেল চোর আটক

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগরের নবাব রোড এলাকা থেকে দুই মোটরসাইকেল চোরকে আ ট ক করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে নবাব রোড এলাকার পিডিবি হাই স্কুলের সামনে থেকে এ দুজনকে আটক করা হয়।

আটকরা হলেন- সিলেট মহানগরের জালালাবাদ থানাধীন পাঠানটুলা এলাকার শ্রাবনী-১৯ এর বাসিন্দা রাজু হোসেনের ছেলে আহসান আহমেদ শরিফ (২২) ও এয়ারপোর্ট থানাধীন সুবিধবাজার বন কলাপাড়া এলাকার মো. কামাল মিয়ার ছেলে মো. রাকিব আহমেদ (২১)।

আটককালে তাদের কাছ থেকে YAMAHA কোম্পানির R15 V2 মডেলের 150 সিসি’র ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে এপিবিএন।

৭-এপিবিএন-এর মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে জানায়, তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ