বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: আগামী সোমবারে (১৮ মার্চ) কাতার যাওয়ার কথা ছিল রুবেলের। বিমানের টিকেট কাটা শেষ হয়ে গেছে। বিদেশ যাওয়ার জন্য সব প্রস্তুতিও সম্পন্ন। বৃহস্পতিবার (১৪ মার্চ) একটি জরুরি কাজে মোটরসাইকেল যোগে বন্ধু মাসুল মিয়াকে নিয়ে গিয়েছিলেন টুকের বাজারে। ইফতারের পূর্ব মূহুর্তেই সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকের বাজার নামক স্থানে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান রুবেল আহমদ (২০)। এ ঘটনায় গুরুতর আহত হন তার সঙ্গে থাকা বন্ধু মাসুক মিয়া (৩০)।
নিহত রুবেল গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের পূর্বভাগ মোকামপাড়া এলাকার রফিক আহমদের তৃতীয় ছেলে।
এদিকে রবেলের মৃত্যুর খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রুবেলের মৃত্যুর শোকে বার বার মুর্ছা যাচ্ছেন রুবেলে পিতা- মাতা। আজ (শুক্রবার) বাদ আছর লক্ষণাবন্দ মোকাম পাড়া জামে মসজিদ সংলগ্ন স্থানে জানাজা শেষে কবরস্থানে দাফন সম্পন্ন হয়।