বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি : সিলেটের ঐতিহ্যবাহী বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া দারুল হাদীস মাদ্রাসার ৯৫তম বার্ষিক জলসা ও খতমে বোখারী আগামী (১১ ফেব্রুয়ারী) রবিবার অনুষ্ঠিত হবে।
মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত দিবারাত্রি এ বার্ষিক জলসার সভাপতিত্ব করবেন শায়খুল হাদীস মাওলানা শায়েখ হিলাল আহমদ ( মাদরাসাতুল বানাত চৌঘরী), প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ মজদুদ্দীন (জামেয়া নূরিয়া ভার্থখলা সিলেট) ও হযরত মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ রাজু মুহতামিম গহরপুর মাদ্রাসা ।
এতে আরও বয়ান পেশ করবেন - শায়খুল হাদীস হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি (ঢাকা), হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ নোমানী (ঢাকা), হযরত মাওলানা মোনাঈম খান আনসারী (ঢাকা), হযরত মাওলানা শামছুল ইসলাম বিলালী (কুলাউড়া), হযরত মাওলানা মমতাজ উদ্দিন (বড়দেশী), হযরত মাওলানা শায়খ নজমুদ্দীন কাসিমী ইমাম ও খতিব নাইওরপুল জামে মসজিদ সিলেট, হযরত মাওলানা শরীফ উদ্দিন কাসিমী (বড়বন্দী), হযরত মাওলানা মুফতি মজীরুদ্দীন কাসিমী ইমাম ও খতিব কদমতলী জামে মসজিদ সিলেট, হযরত মাওলানা সিরাজুল ইসলাম মুহাদ্দিস জামেয়া দারুল হুদা সিলেট, হযরত মাওলানা শায়খ আব্দুস সালাম মুহতামিম, জামেয়া ইসলামিয়া মতিনিয়া হেতিমগঞ্জ, হযরত মাওলানা আব্দুর রহীম জিহাদী (মানিককোনা)।
উক্ত মাহফিলে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসার মুহতামিম হাফিজ জামিল আহমদ।