Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-02-11T18:45:58Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে এক হালি ডিম বিক্রি হলো লক্ষ টাকায়!

বিজ্ঞাপন
ছবি : জি ভয়েস টোয়েন্টিফোর

সামিল হোসেন : গোলাপগঞ্জে এক হালি ডিম নিলামের মাধ্যমে ১লক্ষ টাকায় বিক্রি হয়েছে।

রোববার সন্ধ্যায় ভাদেশ্বর ইউনিয়নের ছিলিমপুর গ্রামে ওয়াজ মাহফিলে এই এক হালি ডিম বিক্রি হয়। ডিমগুলো নিলাম করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি নজরুল ইসলাম কাশেমী। এই এক হালি ডিম এক লক্ষ টাকায় কিনে নেন গ্রামের মৃত আফতাব আলীর ছেলে কামাল আহমদ।

জানা যায়, বুধবার দিনব্যাপী উপজেলার ভাদেশ্বর ভাদেশ্বর ইউনিয়নের ছিলিমপুর গ্রামবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল ছিল। এই মাহফিলে সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি নজরুল ইসলাম কাশেমী। নজরুল ইসলাম কাশেমীর বয়ানের শেষে এক হালি ডিম মাহফিলে নিলামে তোলা হয়। এরপর এই এক হালি ডিম নিলামে এক লক্ষ টাকা কেনে নেন ছিলিমপুর গ্রামের কামাল আহমদ।

কামাল আহমদ জানান, মুফতি নজরুল ইসলাম কাশেমী হুজুর এই ডিমগুলো নিজ হাতে নিলাম ডেকেছেন। আমি বরকতের জন্য এই এক হালি ডিম এক লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছি।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ