Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-02-10T15:53:37Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

বিজ্ঞাপন
সুনামপুর ব্রীজ। ছবি : জি ভয়েস টোয়েন্টিফোর

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে ঝাপ দিয়ে আলী হোসেন (৩৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। শনিবার দুপুর দিকে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর-সুনামপুর ব্রিজে এ ঘটনাটি ঘটে।

নিখোঁজ আলী হোসেন বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর গ্রামের মৃত আলা উদ্দিনের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চন্দরপুর-সুনামপুর ব্রিজ থেকে আলী হোসেন ঝাপ দেয়। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় ফায়ার সার্ভিসের ডুবুরি দল কুশিয়ারা নদীতে অনেক খোঁজাখোঁজি করেও তাকে পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান আলী হোসেন মাদকাসক্ত ও খুবই উচ্ছৃঙ্খল ছিল। সে রাস্তাঘাটে স্কুল পড়ুয়া মেয়েদের উত্যক্ত করতো।

নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার মিডিয়া অফিসার উপ-পরিদর্শক পার্থ সারথী দাস বলেন, ডুবুরি দল কুশিয়ারা নদীতে সারা বিকেল ও সন্ধ্যায় অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু পায়নি। আগামী কালকে খোঁজা হবে বলেও জানান তিনি।



বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ