বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ বাজারে দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, মীরগঞ্জ বাজারের আব্দুল মালিকের লেফ তোষক ও তোলার দোকানে একটি মিশিন থেকে আগুন লেগে যায়। আগুন লাগার সাথে সাথে পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এরপর এই আগুন পাশ্ববর্তী একটি ভুষিমালের দোকানেও লেগে যায়। স্থানীয়রা প্রায় আধাঘন্টা চেষ্টা করে পাশ্ববর্তী কুশিয়ারা নদী থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই দুটি দোকানের মালামাল পু়ঁড়ে ছাঁই হয়ে যায়।
ভুষিমাল দোকানের ফখরুল ইসলাম জানান, পাশ্ববর্তী তোলার দোকানে আগুন লাগার পর আমার দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। আমার দোকানের সব মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে।এতে আমার প্রায় ৭লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তোলার দোকানের আব্দুল মালিক জানান, হঠাৎ তোলার মিশিন থেকে আগুন লেগে যায়। আগুন লেগে আমার সব কিছু পুড়ে ছাঁই হয়ে গেছে।
এ দুটি দোকানের মালিক জইন উদ্দিন জানান, আমি এই দুটি দোকানের মালিক। দোকানদারদের ক্ষতির পাশাপাশি আমার ঘরের প্রায় ৩লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।