বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে কাটা পড়ে রাজধানীর খিলক্ষেতের কুড়িলে মো. নিশাদ (২৫) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের উদ্দেশে রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি যখন কুড়িল এলাকা পার হওয়া সময় একজন যুবক কুড়িল (বিশ্বরোড) এয়ারপোর্ট রোড থেকে কুড়িল রেললাইনটি পার হচ্ছিলেন। আশেপাশের অপেক্ষমান অনেক মানুষ তখন চিৎকার করে তাকে নিষেধ করলেও তার কানে হেডফোন থাকায় তিনি মানুষের চিৎকার শুনতে পারেননি। এসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রেলওয়ে থানাপুলিশ সূত্র জানায়, জয়ন্তিকা এক্সপ্রেসে কাটা পড়ে মো. নিশাদ নামে ২৫ বছরের একজন যুবকের মৃত্যু হয়েছে। তিনি কুড়িলের জমজ রোডে থাকেন। সাদ মুসা সিটি সেন্টার অফিসে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।