Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-02-14T13:10:04Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: আনন্দ র‍্যালী আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে গোলাপগঞ্জে দৈনিক যুগান্তরের ২৫ বছর পূর্তী উদযাপন করা হয়েছে। বুধবার গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, চাকুরীজীবি, ব্যবসায়ী, সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়। 

যুগান্তরের গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি হারিছ আলীর সভাপতিত্বে আয়েজিত অনুষ্ঠানে বক্তারা বলেন সত্যের 'সন্ধানে নির্ভীক থাকার অঙ্গিকার' স্লোগান নিয়ে শুরু হওয়া দৈনিক যুগান্তর কথা রেখেছে। দেশের গণমানুষের কথা বলে। সমাজের অসহায় নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে কথা বলে। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়। সত্যের পক্ষে থাকায় যুগান্তর আজ দেশের শীর্ষস্থানে অবস্থান করছে। পূর্বের ন্যায় আগামীতেও যুগান্তর তার অবস্থান পরিবর্তন করবেনা বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ উপলক্ষে বুধবার সকালে উপজেলার পৌর অডিটোরিয়ামে যুগান্তরের ২৫বছর পদার্পনের কেক কাটা অনুষ্ঠান হয়। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাছুদুল আমিন, পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আহসান ইকবাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, সংরক্ষিত মহিলা কাউন্সিল মনোয়ারা ফেরদৌস, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবেের সভাপতি এম আব্দুল জলিল, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাহাদাত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্টাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন, উপজেলা যুবলীগ নেতা চয়ন চন্দ্র শয়ন, সিলেটভয়েজ২৪.কমের উপজেলা প্রতিনিধি এমডি ফাহিম আশরাফ প্রমুখ। 

আলোচনা সভা ও কেক কাটা শেষে পৌর অডিটোরিয়ামের সামন থেকে আনন্দ র‍্যালী বের করা হয়।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ