বিজ্ঞাপন
নিজস্ব প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে নিহতের এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে সিলেট-জাফলং মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন - নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রনদিপ পালের ছেলে নিহাল পাল (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) ও নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫) ৷
দূর্ঘটনার বিষয়টি জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ নিশ্চিত করে বলেন, ব্যবসায়ীক কাজে প্রাইভেটকারে করে তারা তামাবিল স্থল বন্দর যাচ্ছিলেন ৷ এ সময় ৪নং বাংলা বাজার এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার নদীতে পড়ে যায়৷ স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুইজনকে মৃত ঘোষনা করেন এবং দুইজনকে আশংঙ্কা জনক অবস্থায় সিলেট নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ৷
জানা যায়, নিহত চারজনই ছাত্রলীগের রাজনীতি করেন।
এ দিকে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম (পিপিএম) বলেন, বর্তমানে নিহতদের লাশ সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। তবে দুর্ঘটনাস্থল হাইওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় তারা এ বিষয়টি দেখভাল করছেন।