Advertisement (Custom)

প্রকাশিত: শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-01-11T18:17:53Z
গোলাপগঞ্জসিলেট

প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় শফিক চৌধুরীকে রুহেল আহমদের অভিনন্দন

বিজ্ঞাপন

জি ভয়েস ডেস্ক: প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নতুন মন্ত্রীসভায় নিয়োগ পেয়েছেন শফিকুর রহমান চৌধুরী। তিনি ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

আলহাজ শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্র নেতা, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ। এজন্য তিনি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রবীণ রাজনীতিবিদ শফিকুর রহমান চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। এ নিয়ে নতুন মন্ত্রীসভায় এখন পর্যন্ত সিলেট বিভাগের মাত্র দু’জন জায়গা পেলেন।



বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ