Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-01-05T15:16:27Z
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসিলেট

সিলেট-০৬ : নাটাই গোলাপগঞ্জে, ঘুড়ি বিয়ানীবাজারে

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : আর মাত্র দুইদিন পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সিলেট-০৬ আসনে নির্বাচনের ৪৮ ঘন্টা পূর্বে জটিল সব হিসেব নিকেষ ও সমীকরণ সামনে এসেছে। সবকিছু ছাড়িয়ে গেছে এ আসনের দুই উপজেলার ভোটারের পার্থক্য। বিয়ানীবাজার থেকে গোলাপগঞ্জ উপজেলার ভোট ৬০ হাজারের বেশি। প্রতিদ্বন্দ্বি প্রার্থীও বিয়ানীবাজারে ৪জন গোলাপগঞ্জে ২জন। এর মধ্যে চার হেভিয়েট প্রার্থীদের তিনজনের অবস্থান বিয়ানীবাজারে। তাই সহজে অনুমেয় গোলাপগঞ্জ উপজেলার ভোটার নির্ধারণ করবে কে নির্বাচিত হচ্ছেন সংসদ সদস্য।

সংসদ নির্বাচনের চূড়ান্ত ক্ষণের পূর্বে ধারণা করা হচ্ছে বিয়ানীবাজারের আকাশে ওড়া তিনটি ঘুড়ির একটিই হয়তো শেষ হাসি হাসবে। আকাশে ঘুড়ি ওড়ার নাটাই গোলাপগঞ্জের জমিনে। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের নুরুল ইসলাম নাহিদ ও স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সরওয়ার হোসেনের শেষ দুইটি নির্বাচনী সভায় জনসমুদ্রে পরিণত হয়েছিল। সরওয়ার হোসেন ৩জানুয়ারি গোলাপগঞ্জ ও ৪ জানুয়ারি বিয়ানীবাজার এবং নুরুল ইসলাম নাহিদ ৩ জানুয়ারি বিয়ানীবাজার ও ৪ জানুয়ারি গোলাপগঞ্জে শেষ নির্বাচনী সভা করেছেন। দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সভাগুলো লোকে লোকারণ্য ছিল। উৎসাহ উদ্দীপনার সাথে সমর্থকরা ট্রাক, বাসসহ নানা ধরনের যানবাহন ও পায়ে হেঁটে মিছিল সহকারে সমাবেশে যোগ দেন।

এ দুই প্রার্থী ছাড়া শেষ নির্বাচনী সভায় দুই উপজেলায় করেছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সেলিম উদ্দিন ও তৃণমূল বিএনপি’র চেয়ারপার্সন সোনালী আঁশ প্রতীকের প্রার্থী সমসের মবিন চৌধুরী। তাদের নির্বাচনী সভায় আশানুরূপ জনসমাগম হলেও জন সমুদ্রে পরিণত হয়নি। অপর দুই প্রার্থী বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট প্রার্থী ছড়ি প্রতীকের আতাউর রহমান আতা ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী মুফতি সাদিকুর রহমান শুরুর মতো শেষেও প্রচারণা অনেকটা পিছিয়ে পড়েছেন।

সিলেট-০৬ আসনে নারী ও পুরুষ মিলে মোট ভোটার ৪ লাখ ৭২ হাজার ৭৪৯ জন। এরমধ্যে গোলাপগঞ্জ উপজেলায় ২ লাখ ৬৬ হাজার ৭১১ জন। তন্মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩৪ হাজার ৯২৬, মহিলা ভোটার এক লাখ ৩১ হাজার ৭৮৪ ও হিজড়া ১ জন। বিয়ানীবাজার উপজেলায় মোট ভোটার ২ লাখ ৬ হাজার ৩৮ জন। এরমধ্যে পুরুষ এক লাখ ২ হাজার ৫৮৩ ও মহিলা এক লাখ ৩ হাজার ৪৫৫ জন। সবমিলিয়ে এবার বিয়ানীবাজার থেকে গোলাপগঞ্জ উপজেলায় ৬০ হাজার ৬৭৩ ভোট বেশি।

এ আসনের ভোট যুদ্ধের যে আভাস ভোটারদের কাছ থেকে পাওয়া যাচ্ছে তাতে খুব সহজে অনুমান করা যায় মূল লড়াই হবে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম নাহিদের নৌকার সাথে স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের ঈগলের।

সৌজন্যে : বিয়ানীবাজার নিউজ

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ