রোদ-বৃষ্টি-শীত উপেক্ষা করে বছরজুড়ে ফসল ফলান বাংলার কৃষকেরা। যুগ যুগ ধরে কৃষিতে সাফল্যগাথা লেখা হয়েছে নানা কাব্যে। প্রকৃতির নানা রূপের সঙ্গে ফসলাদির চাষও বহুরূপের হয়ে থাকে; যা এলাকা ও অঞ্চল ভেদে পরিবর্তন হয়ে থাকে। কেউ আমন ধান কাটছেন, কেউ আবার ব্যস্ত ধান শুকাতে ও মাড়াই দিতে। আবার কেউ রোপন করেছেন সিলেটিদের অন্যতম ঐতিহ্যবাহী শিমজাতীয় শীতকালীন ফসল ফরাস। ছবিগুলো গোলাপগঞ্জ উপজেলার ৯নং পশ্চিম আমুড়া ইউপির শিকপুর গ্রাম থেকে তোলা। ছবি তুলেছেন সামিল হোসেন।
শিকপুর গ্রামে ঢুকার পূর্বে দেখা মিলে ঐতিহ্যবাহী ভেটুখাল। |
গবাদি পশু গরুর জন্য নৌকা করে খাবার নিয়ে যাচ্ছেন রাখাল। |
মাঠ থেকে ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষক। |
মাঠের একপাশে ধান কেটে রেখেছেন কৃষক। |
লাউয়ের জমি থেকে ফুল তুলছেন যুবক। |
মাড়াইয়ের জন্য প্রস্তুত ধান। |
রোদে শুকানোর জন্য মাঠের এক কোণে রাখা হয়েছে ধান। |
মাঠ থেকে ধান কেটে দলবেঁধে বাড়ি যাচ্ছেন কৃষক। |
সিলেটিদের অন্যতম ঐতিহ্যবাহী শিমজাতীয় শীতকালীন ফসল ফরাসের জমি। |
বিজ্ঞাপন
ধান কাটা শেষে মাঠে ধানের খড় খাওয়ার জন্য বেঁধে রাখা হয়েছে গরু। |
গবাদি পশু গরুকে খাওয়ানোর জন্য কাঁচা ধানের খড় বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষক। |
ধান মাড়াই শেষে গাড়ি করে খড় নিয়ে যাচ্ছেন। |
মাঠের কাজ শেষে বাড়ি ফিরছেন কৃষক। |
শিকপুর গ্রামের পাশ দিয়ে চলে যাওয়া কুশিয়ারা নদী। |
___________
আপনার তুলা ছবি পাঠাতে পারেন আমাদের ই-মেইলে। প্রকাশের যোগ্য হলে প্রকাশিত হবে গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল ‘জি ভয়েস টোয়েন্টিফোর’ এ।
E-Mail : gvoicenews@gmail.com