বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : ২১টি গরু দিয়ে ভোটারদের ভূরিভোজ করিয়েছেন সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ একাংশ) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আতিকুর রহমান। এর মাধ্যমে প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে জানিয়েছেন এ সংসদীয় আসনের সহকারী রিটার্নিং অফিসার ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊষা রায়।এ কারণে বিধি অনুযায়ী ওই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার মোগলাবাজার জাতীয়পার্টির প্রার্থী আতিকুর রহমানের গ্রামের বাড়িতে শামিয়ানা টাঙিয়ে নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে নিজ এলাকাসহ নির্বাচনী এলাকার কয়েক হাজার মানুষ ভূরিভোজ করেন। সভায় বক্তব্য দিয়ে জাপার প্রার্থী আগামী ৭ জানুয়ারি নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বানও জানান।
পরে এ বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল হয় নির্বাচন কর্মকর্তারা।
সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮-এর ১০(চ) বিধিতে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল বা মনোনীত ব্যক্তি বা স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে কোনো ব্যক্তি নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো ধরনের কোমল পানীয় বা খাদ্য পরিবেশন বা কোনো ধরনের উপঢৌকন প্রদান করতে পারবেন না।
সিলেট-৩ আসনে জাপার প্রার্থী ছাড়াও আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ইহতেশামুল হক চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী শেখ জাহেদুল রহমান মাসুম, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. মইনুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সূত্র : শ্যামল সিলেট