Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-12-07T14:43:36Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট'র আয়োজনে ১ম মেধাবৃত্তি পরিক্ষা

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে ১ম মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের আল এমদাদ উচ্চ বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।

মেধাবৃত্তি পরিক্ষা প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী নজরুল ইসলাম দুদু, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনাম উদ্দিন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সামছুল আলম কয়েছ, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদুর রহমান মৌলা।

এসময় আরো ছিলেন আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ও মেধা বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, মেধা বৃত্তির সমন্বয়ক আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ, পরীক্ষা কমিটির সদস্য সচিব শিপু ইসলাম, মানিক মিয়া, ইউপি সদস্য সালমান কাদের।

পরীক্ষা পরিদর্শনকালে অতিথিবৃন্দ শিরিন মেমোরিয়াল ট্রাস্ট এবং এর চেয়ারম্যান ফজলুল হকের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন শিক্ষার উন্নয়নে মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন একটি মহৎ উদ্যোগ। এরকম আয়োজন শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে সহায়ক ভূমিকা পালন করে। 

মেধাবৃত্তি পরীক্ষায় ৫টি উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও দশম শ্রেণির মোট ১০৩জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ