বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের চার জেলার ১৯ আসনের মধ্যে সিলেট-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৬ জন প্রার্থী।
এরমধ্যে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ (নৌকা), জাতীয় পার্টির সেলিম উদ্দিন (লাঙ্গল), সাংস্কৃতিক মুক্তিজোট-মুক্তিজোট এর আতাউর রহমান (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন (ঈগল), তৃণমূল বিএনপির শমসের মুবিন চৌধুরী (সোনালী আঁশ), এবং ইসলামী ঐক্যজোটের সাদিকুর রহমান (মিনার)।
এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৭৫৩ জন। তন্মধ্যে ২ লাখ ৩৭ হাজার ৪৯৪ জন পুরুষ ভোটার, ২ লাখ ৩৫ হাজার ২৫৮ জন নারী ভোটার এবং ১ জন হিজড়া ভোটার।
জানা যায়, সিলেট বিভাগের চার জেলার ১৯ আসনের মধ্যে সিলেট জেলায় রয়েছে ৬টি সংসদীয় আসন। সিলেটের এ ছয়টি আসনে প্রার্থী রয়েছেন ৩৪ জন। মোট ভোটার সংখ্যা ২৭ লাখ ১৫ হাজার ৪৮৮ জন। সিলেট জেলার ৬ টি আসনে মোট হিজড়া ভোটার রয়েছেন ১০ জন।