বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট নগরের এক আবাসিক হোটেল থেকে নারীসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইলসহ প্রতারণার কাগজপত্র জব্দ করা হয়।
রোববার দুপুরে এসএমপির মিডিয়া শাখা থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটককৃত প্রতারকরা হলো- জাহাঙ্গীর আলম (৪০), জাহানারা বেগম ইকরা (৩৫) ও মুন্নী আক্তার (১৮)।
এরআগে শনিবার রাত ৮টার দিকে নগরীর দরগা গেইটের পূর্ব পাশে হোটেল রাজরানীতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, এই প্রতারক চক্র দীর্ঘদিন যাবত সিলেট নগরীর বিভিন্ন হোটেলে অবস্থান করে বিভিন্ন পেশাজীবী সাধারণ নিরীহ জনগণকে সরকারি ভাতা ও রেশন কার্ড দেওয়া প্রলোভন দেখিয়ে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নেয়। ইতোমধ্যে চক্রটি ৩৫৪ জনের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।