বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে শিশু ও নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার (১ডিসেম্বর ) বিকেলে উপজেলার গোলাপগঞ্জ পৌরসভার কয়েকটি এলাকায় এ ঘটনার পর উপজেলাজুড়ে চরম আতংকের সৃষ্টি হয়েছে। আহতদের প্রথমে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কুকুরে কামড়ের টিকা না থাকায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন উপজেলার পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের তছির আলীর ছেলে তয়মুছ আলী, ফুলবাড়ি গ্রামের সফিকুর রহমান, ছিটাফুলবাড়ি গ্রামের সুভাস রঞ্জন চক্রবর্তী, ফুলবাড়ি উত্তরপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে পারভেজ, ফুলবাড়ি গ্রামের সামির ইসলাম, ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামে ছুবু মিয়ার ছেলে শিপলু আহমদ, ছিটাফুলবাড়ি গ্রামের মোছলেম আলীর ছেলে মোকছেদ আলী, টিকরবাড়ি গ্রামের রুহানা বেগম (৩২), নেত্রকোনা জেলার মজুর আহমদের স্ত্রী শিরিন বেগম (৩০), সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার ছালবন্দ গ্রামের আজির মিয়ার ছেলে ফারুক মিয়া (১৭), জাকারিয়া আহমদ (১২)।
বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহিনুর রহমান শাহিন।
তিনি বলেন, শুক্রবার সকাল থেকেই উপজেলার পৌরসভা সহ কয়েকটি এলাকা থেকে শিশু মহিলা সহ প্রায় ১২জন কুকুড়ের কামড়ে আহত হয়ে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুড়ের কামড়ের টিকা না থাকায় আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সিলেটে যাওয়ার পরামর্শ দিয়েছি।