বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট বিভাগের ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) রদবদল করা হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর) সিলেট বিভাগীয় কমিশনার আবু ছিদ্দীক এ আদেশ দেন। এতে উল্লেখ করা হয়, রদবদলের প্রস্তাবটি নির্বাচন কমিশন কর্তৃক সদয় সম্মতির জন্য পাঠানো হলো।
খোঁজ নিয়ে জানা যায়, হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমাকে ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানাকে চুনারুঘাটে, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানকে হবিগঞ্জ বাহুবলে, হবিগঞ্জ চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিককে গোয়াইনঘাটে, সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামকে জৈন্তাপুর উপজেলায় এবং জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় রদবদল করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট বিভাগীয় কমিশনার আবু ছিদ্দীক। তিনি বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধিশাখার এক আদেশে এসব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।’