Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-12-31T10:13:21Z
গোলাপগঞ্জ

এডভোকেট ইকবাল মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস সম্পন্ন

বিজ্ঞাপন

ডেস্ক নিউজ : স্বপ্নের সিড়ি বেয়ে, সমৃদ্ধির পথে’ প্রতিপাদ্যকে ধারণ করে এডভোকেট ইকবাল মুক্ত স্কাউট গ্রুপ গোলাপগঞ্জ এর বার্ষিক তাঁবুবাস ২০২৩ সম্পন্ন হয়েছে।

গোলাপগঞ্জে অবস্থিত আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, সিলেট-এ ২৬-২৮ ডিসেম্বর পর্যন্ত দীক্ষাপ্রাপ্ত কাব স্কাউট , স্কাউট , গার্ল-ইন-স্কাউট, রোভার এবং গার্ল-ইন রোভারদের নিয়ে আয়োজন করা হয় এই বার্ষিক তাঁবুবাস।

গত ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে তিনদিনব্যাপী আয়োজিত ক্যাম্পটি আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও এডভোকেট ইকবাল মুক্ত স্কাউট গ্রুপ এর সভাপতি মঞ্জুর কাদির শাফী চৌধুরী এলিম।

ক্যাম্পে মোট ১০ টি অনুভা (চ্যালেঞ্জ) কার্যক্রমে অংশ নেয় অন্তত ৬০ জন স্কাউটরা। উল্লেখযোগ্য অনুভার (চ্যালেঞ্জ) মধ্যে ছিল অবস্ট্রাকল (পোল ও রোপ মাঙ্কি ব্রিজ, সুড়ঙ্গপথ অতিক্রম, ভারসাম্য রক্ষা), ওয়াটার এক্টিভিটিজ (পানিতে সাঁতার, হ্যান্ডবল, স্লিপার), সমাজ উন্নয়ন, প্রকৃতি পর্যবেক্ষণ, মুক্তিযুদ্ধ ও স্বদেশ, কৃষ্টি ও সংস্কৃতি এবং তাঁবু জলসা। এছাড়াও মনোরম পরিবেশে তাঁবুবাসের অভিজ্ঞতা নেয় স্কাউটরা।

২৮ ডিসেম্বর সন্ধ্যায় মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়।এতে অংশগ্রহণকারীরা নাচ, গান, অভিনয় ইত্যাদি উপস্থাপন করে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চল এর সভাপতি ও সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার।

পরে সার্টিফিকেট বিতরণ ও আনুষ্ঠানিকভাবে পতাকা নামানোর মধ্য দিয়ে পর্দা নামে এডভোকেট ইকবাল মুক্ত স্কাউট গ্রুপ এর বার্ষিক তাঁবুবাসের।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ