বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বাবা-ছেলে নিহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরের প্রবেশদ্বার হুমায়ন রশিদ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ডা. তৌহিদুর রশিদ চৌধুরী ও তার ছেলে তানহা চৌধুরী। নিহত তৌহিদুর রশিদ চৌধুরী সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি ট্রাক একটি অপরটিকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় অটোরিকশায় থাকা ডা. তৌহিদুর রশিদ চৌধুরী ও তার ছেলে তানহা চৌধুরী গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অটোরিকশাচালক আহত হয়েছেন।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, দুটি ট্রাক প্রতিযোগিতা করে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দিলে যাত্রী চিকিৎসক ও তার ছেলে মারা যান। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।