Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-12-01T20:07:23Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আটক ১

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ মোঃ জামিল উদ্দিন (২৪) নামের এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।

মো: জামিল উদ্দিন লক্ষণাবন্দ ইউনিয়নের পূর্ব ফুলসাইন্দ গ্রামের মুন্সি বুরহান উদ্দিনের ছেলে।

জানা যায়, শুক্রবার বিকেলে সিলেট ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের লক্ষণাবন্দ গ্রামেএ ক্লাব টানিং পয়েন্টে অভিযান পরিচালনা করে মোঃ জামিল উদ্দিনকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

জামিল উদ্দিনকে জিজ্ঞাসাবাদে সে জানায়, সে দীর্ঘদিন থেকে চোরাই মোটরসাইকেল ক্রয়বিক্রয়ের সাথে জড়িত রয়েছে।  

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের এস আই আবুল বাশার ঘটনার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ