Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2024-12-09T18:36:54Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলা

বিজ্ঞাপন
গোলাপগঞ্জে যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলা।  ছবি : সংগৃহিত

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন যুবদল নেতা বেলাল আহমদ রনি। তিনি উপজেলার মুকিতলা গ্রামের মক্তদির আলীর ছেলে ও গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। 

জানা যায়, গতকাল (৩ নভেম্বর) সন্ধ্যায় গোলাপগঞ্জ চৌমুহনীতে রাজনৈতিক শত্রুতার জের ধরে নির্বাচনী মিছিল থেকে ফেরার পথে উপজেলা যুবলীগের সহ-সভাপতি খায়রুল ও তার সাথে থাকা ৭/৮জন দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ করেই অতর্কিতভাবে এ হামলা চালায়। এসময় রনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে পথচারী ও স্থানীয় কিছু মানুষ তাকে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

হামলার বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ বলেন, গতকাল সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক বেলাল আহমদ রনির উপর একদল দুর্বৃত্ত দা-ছুড়ি, লোহার রড সহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা করে তাকে গুরুতর আহত করে। 

তিনি এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। 

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম শ্রাবণ বলেন, ঢাকা দক্ষিণ ইউনিয়নের কলেজ রোডে উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক বেলাল আহমদ রনির উপর সন্ত্রাসী হামলার ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ