Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-11-22T19:09:34Z
সিলেট

সিলেট-৫ আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন ৭ জন

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক  : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) নির্বাচনী আসন থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছেন ৭ জন প্রার্থী।

জানা গেছে, সংসদীয় আসনের বর্তমান সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার আগেই ঘোষণা দিয়েছিলেন তিনি আর নির্বাচন করবেন না। সে অনুযায়ী তিনি এবার মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতা নির্বাচন না করায় সেখানে দলের সাতজন দলীয় মনোনয়ন যুদ্ধে নেমেছেন।

তাঁরা হলেন - সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আহমদ আল কবীর, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোশতাক আহমদ, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ, তাসলিমা খানম, মো. খসরুজ্জামান ও সরওয়ার কবির।

ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনি প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ