বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে মাদক ব্যবসায়ী আয়লাফ আহমদকে আবারো ইয়াবাসহ সহ গ্রেপ্তার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে উপজেলার পৌর এলাকার রণকেলী উত্তর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সে ওই এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর অভিযানিক দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আয়লাফ আহমদকে ৪'শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থার গ্রহণ করার জন্য গোলাপগঞ্জ মডেল থানায় আসামিকে হস্তান্তর করে র্যাব-৯। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় একাধিক ও মোগলবাজার থানায় ১টি মামলা রয়েছে।
এর আগে গত বছরের ৮ আগস্ট উপজেলার পৌর এলাকার খাসিখাল নামক স্থানে পুলিশ অভিযান চালিয়ে ৫'হাজার ৭'শ ৭৫ পিস ইয়াবা ও নগদ ২ লাখ ২৮ হাজার টাকাসহ মাদক সেবন ও মাদক বিক্রির সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করে।
এদিকে একাধিক বার সে ইয়াবাসহ গ্রেপ্তার হলে কারাভোগ করে পরবর্তীতে জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রি শুরু করে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো.রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে।