Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-11-25T19:50:22Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

বিজ্ঞাপন


নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালনা কমিটি সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলার সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক মো: আব্দুস সহিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রিন্সিপাল ও উদযাপন কমিটির সদস্য সচিব ইসমাইল উদ্দিন খান, বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শেখ রুহামার তেলাওয়াতের মাধ্যমে সূচিত উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক নাদিরা সুলতানা। 

বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শুয়েব, বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সাবেক সভাপতি শাহাব উদ্দিন আহমদ, প্রাক্তন শিক্ষক ফেরদৌস আরা, কংকাবতী শর্ম্মা, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সলমান আহমদ চৌধুরী, সহকারি অধ্যাপক তাহমিনা আক্তার ডলি।

অনুষ্ঠান উপলক্ষ্যে প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতি চারণপর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন। 

এ পর্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম আব্দুর রহিম। 

বক্তব্য রাখেন প্রিন্সিপাল ইসমাইল উদ্দিন খান, পরিচালনা কমিটির সাবেক সভাপতি শাহাব উদ্দিন আহমদ, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামলী দে, সেলিনা খানম, সেলিনা আক্তার, প্রাক্তন শিক্ষার্থী ও সাবেক জিবি মেম্বার রেবেকা সুলতানা রুবা, তাহমিনা আক্তার, প্রভাষক রমা রানী পাল, পাপিয়া আজিম, ডা: সামিয়া আক্তার আখিঁ, কান্তা সুত্রধর প্রমুখ।

অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদেও সাবেক চেয়ারম্যান এ.বি.এম ছদরুল উলা চৌধুরী, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মুতলিব, কলেজ গভার্নিও বডির সদস্য তুফায়েল আহমদ চৌধুরী, গোলাম রব্বানী, সাবেক সদস্য জুবের আহমদ চৌধুরী, কমর উদ্দিন, প্রবীন শিক্ষক আবু ছলমান চৌধুরী, আব্দুল জলিল, ছানাহুর আলী, প্রভাষক ইউনুস চৌধুরী, শিক্ষক ও সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, সাংবাদিক অজামিল চন্দ্র নাথ প্রমুখ।

অনুষ্টানে মধ্যাহ্নভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। 



বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ