বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাত ৮টায় স্বাগত মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে কদমতলী পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।
সভায় পৌর যুবলীগ নেতা রুমেল আহমদের সভাপতলতিত্বে ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম রুহিতের পরিচালনা অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রুহেল আহমদ।
সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা হাদিউজ্জামান মাসুম, জুবায়ের আহমদ জেবুল, আব্দুল মালেক,তাজির উদ্দিন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নুরুল আ লম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশিদুর রহমান, সাধারন সম্পাদক ইউসুফ আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন পুতুল, যুগ্ম আহবায়ক সাদেক আহমদ,গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা শামীম আহমদ, আলাউদ্দীন, এমরান আহমদ মিজানুর রহমান, রুমান আহমদ, আফজল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর যুবলীগ নেতা চেরাগ আলী, রাহেল আহমদ, রুহেল আহমদ লাকি, জনি আহমদ, আব্দুল হামিদ, তায়েফ আহমদ, জয়নুল ইসলাম, তাজুল ইসলাম, রুম্মান আহমদ,পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা তারেক আহমদ, মোঃ শাহরিয়া নূর রিয়াদ, জেলা ছাত্রলীগ মিজানুর রহমান, আবিদ আহমদ, পৌর ছাত্রলীগ, সাংস্কৃতিক সম্পাদক সুজন আহমদ, উপ সাংস্কৃতিক সম্পাদক আবিদ আহমদ, জাকির হোসেন, তাহসিন তাউছিফ, আলেমান আহমদ, তাহের আহমেদ, রাফি আহমদ, তামিম আহমদ প্রমুখ।