বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কে বা কারা দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়। এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। আগুন লেগে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, জালালাবাদ থানার সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম, জালালাবাদ থানার ওসি সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) মো. খালেদ মামুন।
বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি (তদন্ত) মো. খালেদ মামুন।
তিনি বলেন, দুর্বৃত্তরা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণ করে ফেলেন। যে বা যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।