বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে চন্দ্রনাথ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতার পুরষ্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের ধারাবহরে চন্দ্রনাথ পল্লী-তে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাকাদক্ষিণ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক সুকৃতি দেবনাথ ও প্রভাতী বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষিকা ফাতেমা বেগম রিয়ার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ।
স্বাগত বক্তব্য দেন চন্দ্রনাথ মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক সাংবাদিক অজামিল চন্দ্র নাথ, ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলের সহকারী শিক্ষক রেহান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকাদক্ষিণ বহুমুখী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, সরকারি এমসি একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার তালুকদার, মঈদ উদ্দিন আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যক্ষ কৃষ্ণপদ সুত্রধর, সিলেট মুক্তিযোদ্ধা পাঠাগারের সভাপতি শেখ নুরুল ইসলাম, ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতার সমন্বয়কারী জাকির আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, শিক্ষানুরাগী নুরুল হুদা, শিক্ষক রুহেল আহমদ।
এসময় ৪টি গ্রুপে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী বিজয়ী প্রতিযোগিদের মাঝে নগদ অর্থ, সার্টিফিকেট, ক্রেস্ট, বইসহ কয়েকটি পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগিকে শান্তনা পুরষ্কার প্রদান করা হয়।