বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর বাসার সামনে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাসার ফটকের সামনে তিনজন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটনায়।
এ ঘটনার পর সাবেক মেয়র ও তার পরিবারের লোকজন আতঙ্কে রয়েছেন।
আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা তানজিম হাসান বলেন, ঘটনার সময় তিনজন দুর্বৃত্ত বাসার সামনে আসে।
তাদের দুজন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় এবং একজন ভিডিও ধারণ করে। বাসার সামনে থাকা সিসিটিভি ক্যামেরায় এ দৃশ্য ধরা পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভিডিও ফুটেজে দেখা যায়, দুজন যুবক ককটেল বিস্ফোরণ ঘটায় এবং একজন ভিডিও ধারণ করে। তবে কাউকে শনাক্ত করা যায়নি। দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
এদিকে সিসিটিভি ক্যামেরার ফুটজে দেখা গেছে, কোট পরা ও সাদা শার্ট পরা যুবকরা হেঁটে গিয়ে আরিফুল হক চৌধুরীর কুমারপাড়াস্থ বাসার গেটে ককটেল নিক্ষেপ করে। এরপর তারা দৌড়ে পালিয়ে যান। ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক মেয়রের বাসার অভ্যন্তরে লোকজন দেখা গেলেও তারা বেরিয়ে আসেনি।
এ বিষয়ে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। এ ঘটনার পর বাসায় থাকা তার স্ত্রী-সন্তান ও স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে বাসায় আসি এবং সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, দু’জন যুবক ককটেল চার্জ করে এবং একজন ভিডিও করে। খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশের তৎপরতায় তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন। তবে তিনি নিশ্চিত না কারা এ ঘটনা ঘটিয়েছে।
তিনি বলেন, যারা হামলা করেছে তারা প্রশিক্ষিত। এ ঘটনার পর আমি ও আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি।