বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী।
শনিবার (১৮ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করে তা পূরণ করে জমা দেন।
মনোনয়ন জমা দিয়ে ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী বলেন, সিলেট-৬ আসনের জন্য একজন স্মার্ট প্রার্থীর প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে তৈরী করতে সিলেট-৬ আসনে আমি আশা করছি মনোনয়ন পাবো।