বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অফিস থেকে সিলেট ০৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় হুইপ ও সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন।
সোমবার বিকালে তিনি জাতীয় পার্টির কার্যালয় থেকে তাঁর মনোনয়ন পত্র কিনেন। এ সময় তাঁর সাথে জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সেলিম উদ্দিন বলেন- জাতীয় পর্টি হচ্ছে একটি নির্বাচনমুখী দল। জাতীয় পার্টি সেই লক্ষ্য নিয়ে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। সিলেট-৬ আসন থেকে এবার আমি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হচ্ছি। আমি সিলেট-৬ আসনের মানুষের পাশে দাঁড়াতে চাই। তাই আমি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীর কাছে সহযোগিতা কামনা করছি।
প্রসঙ্গত, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি। সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়।