Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-11-25T13:54:28Z
রাজনীতিসিলেট

সিলেট-৬ আসনে জাসদের প্রার্থী লোকমান আহমেদ

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে সিলেটসহ ১৮১টি আসনে দল মনোনীত চূড়ান্ত প্রার্থী তালিকা (আংশিক) প্রকাশ করেছে। এর মধ্য সিলেটের ৬টি আসনের দলটির মনোনীত প্রার্থীদের চূড়ান্ত নাম প্রকাশ করা হয়েছে।

সিলেট থেকে মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন, সিলেট-১ আসনে শামীম আখতার, সিলেট-৩ আব্দুল হাসিব চৌধুরী, সিলেট-৪ মো. নাজমুল ইসলাম, সিলেট-২, ৫ ও ৬ লোকমান আহমেদ।
 
শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল ৪টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।
 
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।
 
এ সময় উপস্থিত ছিলেন- দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, মোহাম্মদ মহসীন, মির্জা মো. আনোয়ারুল হকসহ দলের কেন্দ্রীয় নেতারা। পরে প্রার্থী তালিকাটি পাঠ করেন দলের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন।
 
এ ছাড়া আগামী ৩০ নভেম্বরের মধ্যে আরও কিছু আসনে দল মনোনীত চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করবে।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ