বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: পুলিশের ধাওয়া খেয়ে যুবদল নেতা জিল্লুর রহমান নিহত হওয়ার প্রতিবাদে ও আজকের হরতালকে সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে গোলাপগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মিছিলটি পৌর শহরের কদমতলী থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
সভায় সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহির সভাপতিত্বে ও সিলেট জেলা বিএনপির সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মামুন আহমেদ রিপনের পরিচালনায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাউন্সিলর নজরুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সহ-মানবাধিকার সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।