বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে দ্রুত গতির একটি মোটরসাইকেলের কেড়ে নিয়েছে সুজন চৌধুরী (৪৭) নামের এক পথচারীর প্রাণ। গতকাল শুক্রবার (১০ নভেম্বর) বিকাল ৪ টায় দিকে উপজেলার পৌর এলাকার ফুলবাড়ি বড় মোকামের পাশে এ ঘটনাটি ঘটে।
নিহত সুজন চৌধুরী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার টিকরিয়া গ্রামের ফনীভূষন চৌধুরীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুজন চৌধুরী ওই সময় রাস্তা পার হচ্ছিলেন। তখন দ্রুত গতিতে ছুটে আসা মোটরসাইকেলটি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের বিষয়টি গোলাপঞ্জ মডেল থানার এস আই পার্থ সারথী দাশ।