Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-11-09T18:29:57Z
গোলাপগঞ্জ

সফল হতে চাইলে কঠোর পরিশ্রমী হতে হবে: উপজেলা চেয়ারম্যান এলিম চৌধুরী

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেছে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামে অবস্থিত সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফী চৌধুরী এলিম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে সফল হতে চাইলে তোমাদের কঠিন পরিশ্রমী হতে হবে। লক্ষ্য টিক রেখে এগিয়ে যেতে হবে। মনে রাখবে যত বেশি পরিশ্রম করবে ততো বেশি সফল হবে। আজ তোমাদের সামনে যেসব সফল মানুষদের দেখছ, তারা এমনি এমনি সফল হননি। তারাও কঠোর পরিশ্রম করে এই জায়গায় এসেছেন। তাই তোমরা তোমাদের লক্ষ্য ঠিক রেখে পড়াশোনা করে যাও, দেখবে একদিন তোমরাও দেশের বড় বড় জায়গায় পৌঁছাতে পারবে। তোমরাই একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিকদের মতো মহৎ পেশার সাথে যুক্ত হতে পারবে।

মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন এর উদ্যোগে ৫০ জন গরীব মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেয়া হয়। এ সময় শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে এলিম চৌধুরী ৫ টি বাই সাইকেল উপহার হিসেবে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন এর চেয়ারম্যান গোলাম রাব্বানী চৌধুরী, শিক্ষা ও বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি আবুল ফজল চৌধুরী শাহেদ,সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুস সালাম।



বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ