Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-10-31T18:49:31Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে চন্দ্রনাথ মেমোরিয়াল ট্রাস্টের ৩দিন ব্যাপি ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতা সম্পন্ন

বিজ্ঞাপন


নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে চন্দ্রনাথ মেমোরিয়াল ট্রাস্টের ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের চন্দ্রনাথ পল্লীতে প্রতিযোগিতার শেষ দিনে সি গ্রুপ ও ডি গ্রুপে মোট ১৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমির ইংরেজি শিক্ষক জাকের আহমদ।

চন্দ্রনাথ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান, সাংবাদিক অজামিল চন্দ্র নাথের সভাপতিত্বে ও প্রভাতী বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক ফাতেমা বেগম রিয়ার উপস্থাপনায় প্রতিযোগিতায় বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ বিজিত চক্রবর্তী, ভাদেশ্বর মহিলা কলেজের সাবেক অধ্যাপক গোলাম সুবহানি বাবুল, ঢাকাদক্ষিণ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক সুক্রিতি দেব নাথ, ঢাকাদক্ষিণ হলি স্কুলের সহকারী শিক্ষক রেহান উদ্দিন।

এর আগে রোববার এ গ্রুপের এবং সোমবার বি গ্রুপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে এ গ্রুপে ২৪জন ও বি গ্রুপে ১৮জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। 

এদিকে এই প্রতিযোগিতার ফলাফল এবং পুরস্কার বিতরণী আগামী শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।






বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ