Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-10-10T12:17:55Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে গৃহবধূর আত্নহত্যা

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক  : সিলেটের গোলাপগঞ্জে গলায় ফাঁস দিয়ে হালিমা বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১ টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর নোওয়াপাড়া গুচ্ছগ্রামের আশ্রয়ণ প্রকল্পের ৮৯ নাম্বার ঘরে এঘটনা ঘটে।

নিহত হালিমা বেগম ওই গ্রামের সুমন আহমদের স্ত্রী। তিনি পেশায় একজন গাড়ি চালক।

জানা যায়, প্রায় এক বছর পূর্বে সুমন আহমদের সাথে হালিমা বেগমের বিয়ে হয়। ঘটনার পূর্বে শাশুড়ির সাথে এক সাথে গোসলে ছিলেন ওই গৃহবধূ। গোসল শেষ করে এসে সকলের অগোচরে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ। তখন বিছানার সাথে দুই হাঁটু লাগানো ছিল। তবে কি কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন জানা যায়নি।

ওই গৃহবধূর শাশুড়ি বলেন, আমরা এক সাথে গোসলে ছিলাম। গোসল শেষ করে ঘরে এসে আমি অন্য বাড়িতে চলে যাই। পরে ঘরে এসে দেখি সে গলায় ফাঁস দিয়েছে। সাংসারিক কোন অশান্তি বা মনোমালিন্য ছিলো না।

অত্র ওয়ার্ডে ইউপি সদস্য আবুল কাশেম বলেন, খবর পেয়ে আমি সাথে সাথে ঘটনাস্থলে এসেছি। এসে দেখি এই ঘটনা। তবে কি কারণে ওই মেয়েটি আত্মহত্যা করেছে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তত করছে।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ