বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রদানের লক্ষ্যে প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য সিলেট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহি অফিসার মনোনীত হয়েছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিজ মৌসুমী মান্নান।
প্রাথমিক শিক্ষা পদক সিলেট জেলার বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাখাওয়াত এরশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এদিকে জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিজ মৌসুমী মান্নানকে অভিনন্দন জানাচ্ছেন অনেকেই।
মৌসুমী মান্নান ২০২২ সালের ৪ জুলাই গোলাপগঞ্জ উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি সিলেট জেলা প্রশাসনে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন।