Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-10-10T16:57:54Z
গোলাপগঞ্জ

ফুলবাড়ি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে বিজয়ী হলেন যারা

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গোলাপগঞ্জে ফুলবাড়ি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়া একটানা ভোট গ্রহণ চলে।

সন্ধ্যায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা সালেহ আহমদ।

নির্বাচনে অভিভাবক সদস্য পদে পুরুষদের মধ্যে ১১২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাংবাদিক আব্দুল আজিজ। তিনি (হাতপাখা) প্রতীক নিয়ে ২৪১টি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল জব্বার সুমন (বই) প্রতীক নিয়ে ১২৯টি ভোট পেয়ে ২য় স্থান নির্বাচিত হয়েছেন।

এছাড়াও আব্দুল কুদ্দুস রিপন (দোয়াত কলম) প্রতীক নিয়ে ৬১ ভোট ও শাহজাহান আহমদ (মোরগ) প্রতীক নিয়ে ৩৪ ভোট পেয়েছেন। 

এদিকে মহিলা অভিভাবক সদস্য পদে অত্র বিদ্যালয়ের সাবেক সহসভাপতি নাদিরা বেগম (চেয়ার) প্রতীক নিয়ে ২৩৪টি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলওয়া বেগম (ঘড়ি) প্রতীক নিয়ে ১১৫ ভোট বেশি পেয়ে ২য় স্থান নির্বাচিত হয়েছেন। এছাড়াও রুমা বেগম (টেবিল) প্রতীক নিয়ে ১০৫ ভোট পেয়েছেন।

জানা যায়, নির্বাচনে সর্বমোট ভোটার ছিলেন ৫০৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৫২ জন ও মহিলা ভোটার ২৫২ জন।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ