Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-10-28T04:42:31Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে মোটরসাইকেল সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে মোটরসাইকেল সিএনজির মুখোমুখি সংঘর্ষে আজব আলী (৫০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কের আল সত্তার কমিউনিটি সেন্টারের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার গুরুতর আহত অবস্থায় আজব আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় মারা যান।

নিহত আজব আলী ভাদেশ্বর ইউনিয়নের উজান মেহেরপুর গ্রামের মৃত সজ্জাদ আলীর পুত্র।

এলাকাবাসী জানান, আজব আলী দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। গত ২০ দিন আগে তিনি দেশে আসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাদক্ষিণ হতে একটি সিএনজি অটোরিকশা ভাদেশ্বর যাওয়ার পথে আল সত্তার কমিউনিটি সেন্টারের সামনে যাওয়া মাত্র বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি অটোরিকশাতে থাকা আজব আলী ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে যেখানে চিকিৎসাধীন অবস্থায় আজব আলীর মৃত্যু হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জিয়াউল ইসলাম ছাদ।






বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ