Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-10-06T14:30:30Z
সারাদেশ

ঢাকা-সিলেট মহাসড়কে ২ ট্রাকের সংঘর্ষে একজন নিহত

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : নরসিংদীর বেলাবোতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফায়জুর রহমান (৪০) নামে এক ট্রাকচালক নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার নারায়ণপুর এলাকায় জঙ্গুয়া-নোয়াকান্দি বাজারে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক সুনামগঞ্জ জেলার বিরাই উপজেলার ছৌয়ব আলী ছেলে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, সিলেটের সুনামগঞ্জ থেকে মালবাহী একটি ট্রাক বেলাবোর নারায়ণপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক দুটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে দুই ট্রাকের চালক ও হেলপার আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ট্রাকচালক ফয়জুল মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ